শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

শূকরের মাংস থেকে সাবধান!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ : ভারতে আবারও হানা দিয়েছে সোয়াইন ফ্লু। পশ্চিমবঙ্গে নতুন করে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ ঘটায় সতর্ক হতে বিজ্ঞপ্তি জারি করেছে মিজোরাম রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্য থেকে শূকর মাংস ও মাংসের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে মিজোরাম সরকার। গত শনিবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অন্যান্য রাজ্য এবং অন্যান্য দেশ থেকে জীবিত শূকর, তাজা শূকরের মাংস ও হিমায়িত শূকরের মাংসসহ অন্যান্য সমস্ত শূকরের পণ্য আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শূকর পালনের জায়গার বাধ্যতামূলক জীবাণুমুক্তকরণ, কঠোর স্বাস্থ্যবিধি ব্যবস্থার পাশাপাশি সোয়াইন ফ্লুতে আক্রান্ত শূকরদের বিচ্ছিন্ন করে রাখবে রাজ্যের পশুপালন এবং পশুচিকিৎসা বিভাগ। আফ্রিকান সোয়াইন ফ্লু নিয়ন্ত্রণ ও নির্মূল করার জন্য জাতীয় কর্ম পরিকল্পনা অনুসারে নিয়ম মেনে শূকরের মৃতদেহের নিষ্পত্তি করবে এই বিভাগ।শূকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সঙ্গে সঙ্গে জানানোর জন্য মিজোরাম সরকার হেল্পলাইন নম্বরও জারি করেছে। ২০২০ সালের আগস্টে এই নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার ১৭ মাস পরে চলতি বছরের ১ ফেব্র“য়ারি শূকর এবং শূকরের মাংসের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল মিজোরাম। গত বছরের ডিসেম্বর থেকে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়নি পশ্চিমবঙ্গে। শেষবার সোয়াইন ফ্লুতে ৩৮৪টি শূকরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সরকারি কর্মকর্তাদের মতে, পাঁচটি জেলা থেকে সর্বশেষ মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বছরের মার্চ থেকে নভেম্বরের মধ্যে ৩৩ হাজার ৪১৭টি শূকরের মৃত্যু ঘটেছে। রোগের বিস্তার রোধ করতে গত বছর মোট ১০ হাজার ৯১০টি শূকর মেরে ফেলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com