এফএনএস বিদেশ : দিনে দিনে দিলির তাপমাত্রা যেভাবে কমছে, তাতে ভারতের রাজধানীর তাপমাত্রা শূন্যের নীচে নেমে আসা অস্বাভাবিক ব্যাপার নয়। প্রশ্ন হচ্ছে তবে কি এ বার তুষারপাতের সাক্ষী হতে পারে শহরবাসী? তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নেমে গেলেও তুষারপাত হবে না দিলিতে! স¤প্রতি এমন তথ্য দিয়েছে ভারতের মৌসুম ভবন। বিগত কয়েক দিন ধরে দিলিসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে জাকিয়ে পড়েছে শীত। কোথাও কোথাও তাপমাত্রার পারদ পৌছেছে ২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পাশাপাশি চলছে শৈত্যপ্রবাহ। দিনে দিনে দিলিতে তাপমাত্রা কমে যাওয়ায়, ধারণা করা হয় তাতে রাজধানীর তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নামাও অস্বাভাবিক কিছু নয়। প্রশ্ন উঠে, তবে কি এ বার তুষারপাতের সাক্ষী হবেন দিলিবাসী? সেই জল্পনার অবসান ঘটিয়ে ভারতের মৌসুম ভবন থেকে জানানো হয়, দিলির তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নামলেও সেখানে তুষারপাত হওয়া মূলত অসম্ভব। ভৌগোলিক কারণের পাশাপাশি এর পিছনে রয়েছে আবহাওয়া সম্পর্কিত বেশ কিছু প্রযুক্তিগত কারণ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে মৌসুম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, তুষারপাতের জন্য এক বিশেষ ধরণের মেঘের প্রয়োজন। দিলির মতো সমতল অঞ্চলে ওই মেঘ তৈরি হওয়া সম্ভব নয়। শীতকালে এখানে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তা হলে তাপমাত্রা বেড়ে যাবে। পাশাপাশি, তুষারপাতের জন্য, ভ‚পৃষ্ঠের তাপমাত্রাকে হিমাঙ্কের নীচে যেতে হবে। যা রাজধানী দিলিতে বিরল। কোনো একটি নির্দিষ্ট সময় তাপমাত্রা শূন্যের নীচে থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না আর তাই তুষারপাতও হবে না। প্রসঙ্গত, দিলির তাপমাত্রা মুসৌরি বা শিমলার থেকেও কম হওয়ায় তুষারপাতের জল্পনা তৈরি হয়েছিল। গত মঙ্গলবার দিলির তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।