এফএনএস ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর প্রতিদ্বন্দ্বিতার ঝলক। তবে এবারের আসরে এক বিশেষ মুহূর্তে যেন অতীতের সব বিতর্ক, অপেক্ষা ও অভিমান একসাথে ফুটে উঠলো মাত্র একটি বলে। একদিকে বাবর আজমÑপাকিস্তানের ব্যাটিং আইকন, অন্যদিকে মোহাম্মদ আমিরÑএকসময়ের সতীর্থ, বর্তমানে প্রতিপক্ষ। আর ঠিক সেই লড়াইয়েই জয়ী হয়ে উঠলেন আমির।
রাওয়ালপিন্ডির সবুজ মাঠে পিএসএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ২১৭ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামে বাবর আজমের দল পেশোয়ার জালমি। ম্যাচের উত্তেজনা তখনও ঠিক জমে ওঠেনি, আর তখনই ঘটে গেল বড় এক নাটকীয়তাÑমাত্র দ্বিতীয় বলেই ফিরলেন বাবর। রান? শুন্য!
প্রথম ওভারেই বল হাতে আসেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বাঁ—হাতি পেসার মোহাম্মদ আমির। তার করা দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরে গুড লেংথে। খানিকটা আউট—সুইং ছিল বলটিতে। বাবর সামনের পায়ে ড্রাইভ করতে গিয়েই ফাঁদে পা দেন। ব্যাটের কানায় লেগে বল উঠে যায় শর্ট কাভার অঞ্চলে, যেখানে ফিল্ডার অসাধারণ ডাইভ দিয়ে ক্যাচটি ধরেন। বাবর ফিরে যান কোনো রান না করেই।
এক মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পেশোয়ার ডাগআউট। গ্যালারিতেও পড়ে যায় নিস্তব্ধতা। কিন্তু বিপরীতে, উদযাপনে ফেটে পড়েন মোহাম্মদ আমির। দুই হাত মুষ্টিবদ্ধ করে নিজের সাফল্যের জানান দেন তিনিÑএটা যেন শুধুই একটি উইকেট ছিল না, বরং এক নীরব প্রতিশোধ, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জবাব।
টি—টোয়েন্টিতে বাবরের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। স্ট্রাইকরেট নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে থাকা বাবর নিউজিল্যান্ড সফরের দল থেকেও বাদ পড়েছেন। এই প্রেক্ষাপটে এবারের পিএসএল তার জন্য একটি বড় মঞ্চ হতে পারতো নিজের সামর্থ্য প্রমাণের। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরতে হয়েছে তাকে। তার ওপর যিনি ফিরিয়ে দিয়েছেন, সেই আমিরই তো কয়েক মাস আগেও প্রশ্ন তুলেছিলেন বাবরের টি—টোয়েন্টি দক্ষতা নিয়ে।
কাপ্তান বাবরের বিদায়ের পর আরও চাপের মুখে পড়ে পেশোয়ার জালমি। ইনিংসের মাত্র সপ্তম ওভারে স্কোরবোর্ডে যখন ৫৬ রান, তখন দল হারিয়েছে ৩টি মূল্যবান উইকেট। বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই এভাবে ছন্দ হারানো মানেই হারের ছায়া ঘনিয়ে আসা।