কালিগঞ্জ প্রতিনিধি \ যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কালিগঞ্জে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ মে) রবিবার বিকেলে রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের পাশে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু‘র সভাপতিত্বে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিন। উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম, হাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেল কৃষক দলের আহŸায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শোকর আলী, এবং শেখ নাজমুল হোসেন প্রমুখ। মতবিনিময় সভা শেষে দোয়া ও মোনাজাত করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ।