মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:২০ অপরাহ্ন

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা কলেজের প্রধান শিক্ষক ও আইসিটি বিষয়ক শিক্ষকদের নিয়ে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল­াস অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে পৃথকভাবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত¡াবধানে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুলী বিশ্বাস বলেন, উপজেলার সকল প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা কলেজসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত িি.িয়ঁরু.ংযবরশযৎঁংংবষ.মড়া.নফ অনলাইন প্রবেশ করে ফর্ম পূরণের মধ্যে দিয়ে শেখ রাসেল অনলাইন কুইজ পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আগামী ৩০ সেপ্টেম্বর ক’ গ্রুপ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টা হতে পরীক্ষা শুরু হবে। ১০ মিনিটের মধ্যে সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আগামী ১ অক্টোবর ‘খ’ গ্রুপ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে একই সময়ে অনলাইন কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এবং আগামী ১৮ অক্টোবর সারাদেশব্যাপী দ্বিতীয়বারের মতো জাতীয়ভাবে শেখ রাসেল দিবসে বিজয়ীদের মধ্যে ১০টি ল্যাপটপ পুরুষ্কার দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন ও পরীক্ষার প্রস্তুতির সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য শিক্ষকদের সহযোগিতা করা আহ্বান করেন। শিক্ষার্থীরা কিভাবে অনলাইনে নিবন্ধন পরীক্ষা দিবে এ সকল বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেন উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা মোতাহার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম এম রোকুনুজ্জামান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, সহকারি শিক্ষকা অফিসার মাসুদুর রহমান, রবিশঙ্কর, আশেকুজ্জেমান, হুমায়ুন কবীরসহ উপজেলার ১২৭টি প্রাথমিক ও ৩১টি মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষক ও আইসিটি বিষয়ক শিক্ষকবৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com