দেবহাটা অফিস ॥ শেখ রাসেল দিবসটি ভিন্ন আঙ্গিকে, উৎসবে, বর্ণাঢ্য আয়োজনে সেই সাতে শিশু রোগী ও তাদের স্বজনদের প্রতি বিশেস যত্ন, আন্তরিকতা আর সার্বক্ষনিক চিকিৎসক নার্সদের উপস্থিতি ছিল লক্ষনীয়। শিশু ওয়ার্ড শিশু বান্ধব, শিশু পছন্দ সেই সাথে অনন্য অসাধারণ সাজ সজ্জা বাহারী ব্যবস্থাপনা সত্যিই মনোমুগ্ধকর, শিশুদের নতুন পোষাক, খেলনা সহ শিশু পছন্দনীয় উপকরনের উপস্থিতির ঘাটতি ছিল না। এমন অসাধারন আলোকিত আয়োজন ছিল দেবহাটার সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর শিশু ওয়ার্ডে। মেডিকেল অফিসার মুক্তিযোদ্ধা সন্তান ডা: সাকিব হাসান বাঁধন শিশু রোগীদের সাথে শিশুর মতই মিলেমিশে একাকার হয়ে শিশু মনকে উদ্বেলিত, আন্দোলিত, আনন্দিত করে তোলেন, চিকিৎসকের পাশাপাশি সেবিকাদের উপস্থিতি এবং শিশুদের মাতৃস্নেহের পরশে আবদ্ধ করছিলেন, হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও সেবিকাদের গতকাল গন্তব্য ও অবস্থান ছিল শিশু ওয়ার্ডে। শেখ রাসেল দিবসে শিশুর প্রতি ভালবাসা, বিশেষ পরিচর্যা, উপস্থিত স্বজন ও সংশ্লিস্টদের বিমোহিত করেছে। প্রশংসা কুড়িয়েছে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছর গুলোতে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগী সেবা এবং চিুিকৎসায় প্রাণ ফিরেছে। জেলার বিভিন্ন এলাকা হতে রোগীরা সখিপুর স্বাস্থ্য কমেপ্লক্স ্ চিকিৎসা গ্রহন করছে। গতকাল এ প্রতিনিধি সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে শিশু ওয়ার্ডের সাজসজ্জা, শিশু রোগীদের বিশেষ পরিচর্যা, খেলনার উপস্থিতি ও চিকিৎসা সেবিকাদের দায়িত্বশীল সেবার বিষয়ে জানতে চাইলে ডা: সাকিব হাসানবাঁধন জানান আমরা প্রতিনিয়ত রোগীদের সাধ্যমত আন্তরিকতার সাথে সেবা দেওয়ার চেষ্টা করছি যে কারনে দুরদুরান্তের রোগীরা চিকিৎসা গ্রহন করতে আসছে।