শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

শেখ রাসেল দিবসে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ শিশু রোগীদের জন্য আলোকিত আয়োজন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

দেবহাটা অফিস ॥ শেখ রাসেল দিবসটি ভিন্ন আঙ্গিকে, উৎসবে, বর্ণাঢ্য আয়োজনে সেই সাতে শিশু রোগী ও তাদের স্বজনদের প্রতি বিশেস যত্ন, আন্তরিকতা আর সার্বক্ষনিক চিকিৎসক নার্সদের উপস্থিতি ছিল লক্ষনীয়। শিশু ওয়ার্ড শিশু বান্ধব, শিশু পছন্দ সেই সাথে অনন্য অসাধারণ সাজ সজ্জা বাহারী ব্যবস্থাপনা সত্যিই মনোমুগ্ধকর, শিশুদের নতুন পোষাক, খেলনা সহ শিশু পছন্দনীয় উপকরনের উপস্থিতির ঘাটতি ছিল না। এমন অসাধারন আলোকিত আয়োজন ছিল দেবহাটার সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর শিশু ওয়ার্ডে। মেডিকেল অফিসার মুক্তিযোদ্ধা সন্তান ডা: সাকিব হাসান বাঁধন শিশু রোগীদের সাথে শিশুর মতই মিলেমিশে একাকার হয়ে শিশু মনকে উদ্বেলিত, আন্দোলিত, আনন্দিত করে তোলেন, চিকিৎসকের পাশাপাশি সেবিকাদের উপস্থিতি এবং শিশুদের মাতৃস্নেহের পরশে আবদ্ধ করছিলেন, হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও সেবিকাদের গতকাল গন্তব্য ও অবস্থান ছিল শিশু ওয়ার্ডে। শেখ রাসেল দিবসে শিশুর প্রতি ভালবাসা, বিশেষ পরিচর্যা, উপস্থিত স্বজন ও সংশ্লিস্টদের বিমোহিত করেছে। প্রশংসা কুড়িয়েছে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছর গুলোতে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগী সেবা এবং চিুিকৎসায় প্রাণ ফিরেছে। জেলার বিভিন্ন এলাকা হতে রোগীরা সখিপুর স্বাস্থ্য কমেপ্লক্স ্ চিকিৎসা গ্রহন করছে। গতকাল এ প্রতিনিধি সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে শিশু ওয়ার্ডের সাজসজ্জা, শিশু রোগীদের বিশেষ পরিচর্যা, খেলনার উপস্থিতি ও চিকিৎসা সেবিকাদের দায়িত্বশীল সেবার বিষয়ে জানতে চাইলে ডা: সাকিব হাসানবাঁধন জানান আমরা প্রতিনিয়ত রোগীদের সাধ্যমত আন্তরিকতার সাথে সেবা দেওয়ার চেষ্টা করছি যে কারনে দুরদুরান্তের রোগীরা চিকিৎসা গ্রহন করতে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com