১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের সহযোগিতায় শিশুদের জন্য চিত্রাংকন, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৭ অক্টোবর বিকাল তিনটায় খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, বিষয়: আমার তুলিতে শেখ রাসেল, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং/পোস্টার রং। গ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: আমার তুলিতে শেখ রাসেল, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং/পোস্টার রং। বিকাল চারটায় বক্তৃতা প্রতিযোগিতা ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য, বিষয়: শিশুদের প্রতীক শেখ রাসেল। এছাড়া রচনা প্রতিযোগিতার খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, বিষয়: প্রিয় শেখ রাসেল, শব্দ সংখ্যা: অনধিক ছয়শত। গ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: প্রিয় শেখ রাসেল, শব্দ সংখ্যা: অনধিক আটশত। উল্লেখ্য, স্বহস্তে লেখা রচনা আগামী ১৭ অক্টোবর বেলা দুইটার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। রচনা এ-ফোর সাইজের কাগজের এক পাতায় লিখতে হবে। উভয় পাতায় লেখা যাবে না। প্রথম পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নম্বর, শ্রেণি ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় শুধু কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের সাথে আনতে হবে। ১৮ অক্টোবর সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। -তথ্য বিবরণী