ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে ১৫ অক্টোবর রবিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শহিদ শেখ রাসেল স্মৃতি ৪দলীয় নক-আউট ফুটবল টূর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম ও সাবেক ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। ফাইনাল খেলায় অংশ নেবে সপ্তগ্রাম রিক্রেয়েশন ক্লাব বাবুলিয়া বনাম গাভা ফুটবল একাদশ। উক্ত খেলা উপভোগ করার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।