আশাশুনি প্রতিনিধি ॥ শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে আশাশুনি সদরের বাজার চান্নিতে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশীদ, নুরুল হক খোকন, রাশেদ আহমেদ খোকা, আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, তুহিন উল্যাহ, আজহারুল ইসলাম মন্টু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক, মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব এ্যাড. খোরশেদ আলম, শাহ আলম, বোরহান উদ্দিন বুলু, সদস্য সচিব ইউনুছ আলী, আহসান হাবীব, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। বক্তারা এসময় বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে খুন, গুম, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে শেখ হাসিনাকে বিদায় নিতে বাধ্য করা হয়েছে। নতুন করে ষড়যন্ত্র করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না এবং রাজপথে থেকে তা প্রতিহত করা হবে।