বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের সফলতা প্রচারে উঠান বৈঠক করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলার আটুলিয়া ৭নং ওয়ার্ডে শিব মন্দির কমিটির আয়োজনে মন্দির চত্বরে আটুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এ সময়ে তিনি সাধারণ জনগণের কাছে তাদের সমস্যার কথা জানতে চান। জনগণ সংসদ সদস্যর কাছে তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা জানালে তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে। তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, এলাকার উয়ন্নয়ের জন্য সকলকে সব সময় এক হয়ে কাজ করতে হবে। সকলে মিলেমিশে এলাকার উন্নয়ন নিয়ে ভাবতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের উপর সবসময় ভরসা রাখতে বলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উক্ত উঠান বৈঠক উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা যুবলীগের আহবায়ক এস এম জাকির হোসেন, আ’লীগ নেতা মারুফ হোসেন, আসলাম, রবিউল সহ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।