কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ বৃহষ্পতিবার রাত আটটায় কলারোয়া হোমিও কলেজের অধ্যক্ষের অফিস রুমে কলারোয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইউনুস আলী উপস্থিত থেকে কলেজ প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান অবস্থা তুলে ধরেন। শেখ রেজাউল করিম বলেন, আমাকে গর্ভনিংবডির দাতা সদস্য হিসেবে মনোনীত করায় কলেজ কর্তপক্ষ কে ধন্যবাদ জানায়। আরো বলেন, এই কলেজের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। কলেজের সার্বিক সহযোগিতা ও প্রয়োজন মত এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো। অবকাঠামো উন্নয়ন ও ছাত্র/ ছাত্রী ভর্তির বিষয়ে সজাগ হওয়ার আহবান জানান।এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, শেখ আলমগীর কবির, ডাঃ হাবিবুর রহমান, শিক্ষক আঃ ওহাব মামুন, মোঃ মিজানুর রহমান, মোর্তজা হাসান,এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।