রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইউনের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার সমর্থকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছেন বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন একজন আইনজীবী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউন তার সরকারি বাসভবনের কাছে জড়ো হওয়া কয়েকশো সমর্থকদের উদ্দেশ্যে বুধবার রাতে চিঠিতে লিখেছেন, আমি ইউটিউবে সরাসরি আপনাদের কঠোর পরিশ্রম দেখেছি। এই দেশকে রক্ষা করতে আপনাদের সঙ্গে আমি শেষ পর্যন্ত লড়াই করব। ইউনের আইনি উপদেষ্টা সিওক ডং—হিউন চিঠিটির একটি ছবি রয়টার্সকে পাঠিয়েছেন। চিঠিটিকে প্রমাণ হিসেবে দেখিয়ে ইউনকে বিভ্রান্ত ও ‘বিদ্রোহ’ সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছে বিরোধীদল ডেমোক্র্যাট পার্টি। তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ও ১৪ ডিসেম্বর ইউনের অভিশংসনের নেতৃত্ব দিয়েছিল। দলটির মুখপাত্র জো সুং—লায়ে এক বিবৃতিতে বলেছেন, বিদ্রোহের চেষ্টা যথেষ্ট না হওয়ায় তিনি এখন তার সমর্থকদের সংঘর্ষের দিকে প্ররোচিত করছেন। গত মঙ্গলবার ইউনের গ্রেফতারের জন্য পরোয়ানা অনুমোদন করেছে আদালত। ফলে দেশটিতে প্রথম কোনও ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে আটক হতে যাচ্ছেন তিনি। ইউনের বিরুদ্ধে সামরিক শাসন আরোপের চেষ্টা করে রাষ্ট্রদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টরা সাধারণত কিছু অপরাধমূলক অভিযোগ থেকে রক্ষা পেলেও, তবে রাষ্ট্রদ্রোহ এর অভিযোগে কোনও ছাড় নেই। অন্যদিকে, ইউনের অভিশংসন সাংবিধানিক আদালতে বিচারাধীন আছে। আজ শুক্রবার দ্বিতীয় শুনানি হবে। ইউন তার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন ও অর্থমন্ত্রী চোই সাং—মক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com