এফএনএস আন্তার্জাতিক ডেস্ক: বিশে^র প্রথম লাতিন আমেরিকান পোপ, রোমান ক্যাথলিক চার্চের সংস্কারক পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি চলছে ভ্যাটিকানে। ক্যাথলিক বিশ^াসীদের হৃদয়ে গভীর রেখাপাত করে যাওয়া এই পোপের মরদেহ রাখা হয়েছে সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়, যেখানে শত শত মানুষ প্রতিদিন এসে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় ধর্মগুরুকে।
৮৮ বছর বয়সে স্ট্রোক ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগে দীর্ঘ এক দশক ধরে তিনি চার্চের রক্ষণশীল ঐতিহ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে কথা বলেছেন। ছিলেন এক অনন্য রূপান্তরের প্রতীক। এই সংস্কারপন্থী পোপের মৃত্যুর মধ্য দিয়ে এক যুগান্তকারী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের নির্দেশ অনুসারে এবার তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে অনাড়ম্বর এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে। আগের পোপদের মতো জাঁকজমকপূর্ণ তিনস্তরের কফিনের পরিবর্তে তার মরদেহ রাখা হবে একটি সাধারণ কাঠের কফিনে, যার ভেতর থাকবে দস্তার আস্তরণ।
ক্যাথলিক ধর্মাচার অনুযায়ী, সাধারণত পোপদের দেহ ‘কাটাফাল্ক’ নামক উঁচু মঞ্চে প্রদর্শনের জন্য রাখা হয়। তবে ফ্রান্সিসের ইচ্ছায় এবার তা হচ্ছে না। কফিনের ঢাকনা খোলা থাকবে, আর সাধারণ মানুষ সরাসরি এসে শ্রদ্ধা জানাতে পারবে।
পোপের মরদেহ সান্তা মার্তা বাসভবন থেকে একটি ধর্মীয় মিছিল সহকারে বুধবার সকালে সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় আনা হয়। এখানে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সেইন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। এ সময় ‘চ‚ড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠের মাধ্যমে পোপকে ঈশ^রের কাছে সমর্পণ করা হবে।
পোপ ফ্রান্সিস হবেন গত এক শতাব্দীতে প্রথম পোপ, যাকে ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকার সমাধিস্থলে সমাহিত না করে রোমের সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় সমাহিত করা হবে। এই সিদ্ধান্ত তার জীবদ্দশায় দেওয়া ইচ্ছারই প্রতিফলন।
এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় ইউনিয়নের নেতারা ও আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অনুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকান যাচ্ছেন।
ভ্যাটিকান ঘোষণা করেছে, পোপ ফ্রান্সিসের মৃত্যু উপলক্ষে নয়দিনব্যাপী শোক পালন করা হবে। সারা বিশে^র গির্জাগুলোতেও তার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।