সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

শেষ ষোলোতেও বেনফিকার বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় ফ্লিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক \ ‘প্রথম পর্বের ম্যাচে বেনফিকা আমাদের অনেক সমস্যায় ফেলেছে’, মনে করিয়ে দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াইও খুব কঠিন হবে বলে মনে করেন হান্সি ফ্লিক। প্রথম পর্বের ম্যাচের অভিজ্ঞতায় পর্তুগিজ দলটিকে নিয়ে ভীষণ সতর্ক বার্সেলোনা কোচ। ইউরোপ সেরার প্রতিযোগিতায় শুক্রবার শেষ ষোলোর ড্রয়ে বেনফিকাকে প্রতিপক্ষ হিসেবে পায় বার্সেলোনা। নতুন আঙ্গিকে ৩৬ দলের আসরে প্রথম পর্বে এই দুই দলের নাটকীয়তায় ঠাসা রুদ্ধশ্বাস এক লড়াই দেখেছিল দর্শকরা। লিসবনে ৩০ মিনিটের মধ্যে ৩—১ ও দ্বিতীয়ার্ধে একটা পর্যায়ে ৪—২ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। শেষ পর্যন্ত ৯ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫—৪ ব্যবধানে জেতে স্প্যানিশ জায়ান্টরা। ৯৬তম মিনিটে জয়সূচক গোল করেন রাফিনিয়া। আগামী মাসে সেই লিসবনেই হবে শেষ ষোলোর প্রথম লেগ। লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবারের সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, এখন আর সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। “বেনফিকা কঠিন প্রতিপক্ষ, কারণ তারা খুব ভালো খেলে। প্রথম পর্বের ম্যাচে তারা আমাদের অনেক সমস্যায় ফেলেছে। এই রাউন্ডে এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডে কোনো প্রতিপক্ষকে হারানো সহজ নয়।” প্রায় দুই দশক পর আবার নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। ২০০৫—০৬ আসরের কোয়ার্টার—ফাইনালে প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর, ঘরের মাঠে ২—০ গোলে জিতেছিল বার্সেলোনা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com