জেলা আ’লীগের শোক সভায় আলহাজ্ব নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টার ঃ শোকের মাস আগস্ট মাস ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরা জেলা আ’লীগের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগের আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি বলেন, আ’লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আ’লীগের সভাপতি শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিল। কিন্তু ঘাতকরা তার স্বপ্ন পূরন করতে দেয়নি। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। আমাদের শোককে শক্তিতে পরিনত করতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এই হোক আমাদের সংকল্প। আলোচনা করেন জেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সহিদউদ্দিন, সাহানা আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, আ’লীগ নেতা এড. ওসমান গনি, এড. আজাহারুল ইসলাম, ডা: মুনসুর আহমেদ, শেখ হারুন উর রশিদ, লায়লা পারভীন সেজুতি, শেখ এজাজ আহমেদ স্বপন, শেখ আসাদুজ্জামান লিটু, মো: রাশিদুজ্জামান রাশি। এসময় বক্তব্য রাখেন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।