দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমদের প্রথম মৃত্যু বার্ষিকী দিন ব্যাপী কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। সকাল দশটায় মরহুমের পারুলিয়াস্থ গ্রামের বাড়ীতে উপস্থিত হন জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মরহুমের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করেন। মরহুমের কর্মময় জীবন এবং স্মৃতিচারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা আ’লীগ সভাপতি আব্দুর রশিদ, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, দেবহাটা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর সম্পাদক সাহাজাহান আলী, জেলা নেতা লায়লা পারভীন সেজুতি, এজাজ আহমদ স্বপন, শিমুন শামস, শেখ হারুন অর রশিদ, দেবহাটা আ’লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সরদার আমজাদ হোসেন, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, রবিউল ইসলাম মেম্বর, হুমায়ুন কবির প্রমুখ। পরিবারের উদ্যোগেও দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। মরহুমের মাজার জিয়ারত, আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন মরহুমের পুত্র ব্যাংকার রাজিব আহমেদ। বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমদের স্মরন সভা দলীয় নেতা কর্মিদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন এবং বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন এবং বিপুল সংখ্যক এলাকাবাসি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে প্রিয় নেতার স্মরন সভায় উপস্থিত হন।