শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

শোভনালীতে অচেতন করে বাড়িতে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

শোভনালী (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শোভনালী ইউনিয়নে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে বাড়ির মালিককে অচেতন করে নদগ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে ইউনিয়নের শরাফপুর গ্রামে আলহাজ্ব নজরুল ইসলামকে অচেতন করে তার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানাগেছে। শরাফপুর গ্রামের স্বাস্থ্য দপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আলহাজ্ব নজরুল ইসলাম প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে খাওয়া শেরে বিল্ডিং এর নিচের তলার ঘরে ঘুমিয়ে পড়ে। বাড়ির অন্যরা বিল্ডিং এর দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়ে। স্থানীয়দের ধারনা রাতের কোন একসময়ে সংঘবদ্ধ চোর চক্র চেতনা নাশক স্প্রের মাধ্যমে নজরুল ইসলামকে অচেতন করে গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তার কাছে থাকা চাবি নিয়ে স্টিলের আলমারীর তালা খুলে গোপন ড্রয়ের মধ্যে থেকে এবং অন্যান্য আলমারী ও ব্যাগ থেকে নগদ ৩ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা ও ৯/১০ আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এসময় তারা দলিল, কাগজপত্র, কাপড়চোপড় তছনছ করে মেঝেতে ছড়িয়ে ফেলে। মঙ্গলবার সকালে তাকে অচেতন ও মালামাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে বাড়ির লোকজন চুরির বিষয়টি বুঝতে পারে। আশাশুনি থানার এসআই মিঠুন মন্ডল ঘটনাস্থান পরিদর্শন করেছেন। বুধবার বিকেল থেকে অচেতন নজরুল ইসলাম কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, ঘটনা জানার পর প্রাথমিক তদন্ত ও সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com