আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির শোভনালী ইউনিয়নের বদরতলা জে. সি. মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি থানার উদ্যোগে বদরতলা জে. সি. মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম)। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অরুন কুমার গাইনের সঞ্চালনায় সভায় দেবহাটা থানা অফিসার ইনচার্জ শেখ ওবায়দুলাহ, আশাশুনি থানা ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, শোভনালী ইউনিয়ন বিট পুলিশের এসআই আবুল হোসেন, বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বাজার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সেগুলোরর সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।