শোভনালী (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শালখালী (কামালকাটি) বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূমিহীন নেতা আঃ ছাত্তার গাজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ভূমিহীন সমিতির আহবায়ক আঃ ছাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম সম্পাদক রেজাউল করিম, ফিংড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজাদ হোসেন, পৌর ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শ্যামনগর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি মোকছেদ আলি, শ্যামনগর ভূমিহীন মহিলা সমিতির সভানেত্রী জাহানারা বেগম। ভূমিহীনদের জমির দলীল ও পাকা ঘর উপহার দেওয়ায় সমাবেশে বক্তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।