বিশেষ প্রতিনিধি \ আশাশুনির শোভনালীতে মৎস্য ঘের দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় এলোপাতাড়ী মারপিটে একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় থানায় ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও ঘটনা ধামা চাপা দিতে প্রতিপক্ষরা পাল্টা মামলা করার পায়তারা চালাচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার শোভনালী ইউনিয়নের কাটাখালী গ্রামে। থানায় মামলা সুত্রে জানাগেছে, কাটাখালী গ্রামের মৃত অমূল্য স্বর্ণকারের ছেলে প্রকাশ স্বর্নকার গংরা কাটাখালী মৌজায় বসত বাড়ীর সামনে পৈত্রিক ৯৭ শতক জমিতে দীর্ঘ দিন শান্তি পূর্নভাবে মৎস্যঘের ঘের করে আসছিল। কিন্তু মৎস্য ঘেরটি একই গ্রামের মৃত ধীরেন স্বর্ণকারের ছেলে রতন স্বর্নকার গংরা জবর দখলের করে নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে বিভিন্নভাবে পায়তারার অংশ হিসেবে ঘটনার দিন সকালে রতন স্বর্ণকারের ছেলে আদিত্য স্বর্ণকারের নেতৃত্বে তার পরিবারের লোকজন উপেন স্বর্ণকার, মন্টু স্বর্ণকার, দেবলা রানী স্বর্ণকার দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে উক্ত মৎস্য ঘেরটি জবর দখল নিতে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাটি সরাতে থাকলে প্রকাশ স্বর্নকারের ভাইপো জগন্নাথ স্বর্নকার খবর পেয়ে মৎস্য ঘেরে গিয়ে বাঁধা নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ীভাবে মারপিট করে গুরুতর জখম করে ও শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন মাটিতে পড়ে থাকা গুরুতর জখমী জগন্নাথ স্বর্নকার (৩১) কে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রকাশ স্বর্নকার বাদী হয়ে ৫ জনকে আসামী করে আশাশুনি থানায় ০৯(২৩) নং মমালা দায়ের করেন।