আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি (শালখালী) শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর ইসকন মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে সহস্রাধিক ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর ইসকন মন্দির থেকে জগন্নাথদেবের সুসজ্জিত রথ টেনে শালখালী হরী মন্দিরে আরতি সম্পন্ন করে। এর আগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি হাজার হাজার ভক্তদের সাথে রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।