আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে গ্রাম ডাক্তারদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার বদরতলা আওয়ামীলীগ অফিসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অপসো স্যালাইন ফার্মাসিটিক্যালের আয়োজনে গ্রাম ডাঃ সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার রফিক আহমেদ, মোঃ কামরুজ্জামান, আব্দুল মজিদ, আবুল কালাম শিমুল। এসময় গ্ৰাম ডাঃ অশোক জোয়াদ্দার, দীনেশ কুমার মন্ডল, অশোক মলিক, ফনি ভূষণসহ শোভনালী ইউনিয়নের সকল গ্রাম ডাক্তার বৃন্দ এ সেমিনারে অংশ গ্রহণ করেন।