আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালীতে স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। চাম্পাফুল ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটে নেমে নির্ধারিত ৩০ অভারে সব উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাংদহা ক্রিকেট একাদশ ব্যাটে নেমে নির্ধারিত ৩০ অভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে চাম্পাফুল ক্রিকেট একাদশ ১৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সরাপপুর অগ্রনী যুব সংঘের আয়োজনে এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশের বড় পুত্র রাজ্যশ্বর দাশের সভাপতিত্বে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সদস্য মনিরুজ্জামান মাসুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ। ম্যাচ সেরা খেলোয়াড় চাম্পাফুল ক্রিকেট একাদশের সালমান ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ব্যাংদহা ক্রিকেট একাদশের তাপস। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন লিটন ও আরিফ। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও সিরাজুল ইসলাম।