আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাশদহ নদীর বেড়িবাঁধ ভেঙে ও একাধিক স্থানে ওভারফ্লোর কারনে জনবসতি এলাকা ও মৎস্য ঘেরে পানি প্রবেশ করতে শুরু করেছে। রবিবার দুপুরের জোয়ারে নদীতে অতি মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ার কারনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীরা। সরেজমিন ঘুরে দেখা গেছে, দুপুরে নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে বাশদহ নদীর ত্রি-মোহনায় শোভনালী ইউনিয়ন পরিষদ টু বসুখালী ভায়া কৈখালী ওয়াবদা রাস্তার কৈখালী কালী মন্দির সংলগ্ন এলাকায় প্রথমে নদীর পানি ওভারফ্লো ও পরবর্তীতে বেড়িবাঁধ ২৫-৩০ ফুট ভেঙে এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে। এঘটনায় ১৫ টি বসতবাড়ি ও ৪-৫ শত বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়। এছাড়া নদীতে পানি বৃদ্ধির কারণে বদরতলা মৌমাছি এনজিওর সন্নিকটে, শালখালী বাজারের অদুরে শালখালী থেকে গোড়া কামালকাটি বাস্তার হোসেন গাজীর বাড়ির সন্নিকটে প্রথমে ওভারফ্লো ও পরবর্তীতে ভাঙ্গনের রুপ নিয়ে বেশ কিছু মৎস্য ঘের ও ঘর বাড়ি প্লাবিত হয়। এসময় নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ার কারনে বেড়িবাঁধের ভিতরে বসবাসকারী প্রত্যেকটি বসত বাড়িতে পানি প্রবেশ করতে দেখা গেছে। স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করার চেষ্টা করা হলেও জোয়ারের কারনে সেটা সম্ভব হয়ে উঠেনি। ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় বলেন, কৈখালীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধসহ অন্যান্য ওভারফ্লোর স্থান গুলো ভাটার সময় সংস্কার করা সম্ভব না হলে রাতের জোয়ারে শোভনালী ইউনিয়নের কৈখালী, কামালকাটি, কাটাখালী, বসুখালীসহ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হবে।