আশাশুনি ব্যুরো \ আশাশুনির শোভনালীতে প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নের লক্ষ্যে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শোভনালী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে লিলিয়ান ফণ্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ঢাকার সহযোগিতায় আইডিয়ালের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, ম্যাপইনসিবিআর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফারজানা মুস্তাহিদ। সিবিআর কর্মকর্তা ইউসুফ আলীর সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রজেক্ট ফিল্ড ট্রেইনার আফতাবুর জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক। রিসোর্স ম্যাপিং কর্মশালায় উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ পরিষদের সকল সদস্যবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ইমাম, পুরোহিত, সিপিপি ইউনিয়ন টিম লিডার, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সদস্য, যুব প্রতিবন্ধী, অভিভাবক প্রমুখ। আলোচনা শেষে সিবিআর কর্মকর্তা সুব্রত বাছাড় সিবিআর ফেসিলিটেটর লিটন দাস, ইন্টার্ন লায়লা পারভীন এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নের লক্ষ্যে সম্পদ ও ঝুঁকির মানচিত্র অঙ্কন করা হয়।