মনিরুজ্জামান, চাম্পাফুল (কালিগঞ্জ) থেকে ঃ আশাশুনি উপজেলার শোভনালী ব্রীজের অভিমূখ থেকে চাম্পাফুল বাজার রাস্তাটির বেহাল দশা জরুরী সংষ্কারের দাবী ভূক্তভোগীদের। ঐ এলাকার জন সাধারনের চলাচলের এক মাত্র রাস্তা হওয়ায় অনেক কষ্ট সহ্য করে প্রয়োনের তাগিদে ঝুকি নিয়ে চলাচল করছে এলাকাবাসি। সংষ্কারের অভাবে রাস্তাটির বর্তমান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শোভনালী ব্রীজ থেকে চাম্পাফুল বাজার পর্যন্ত রাস্তাটি বেহাল। রাস্তার করুক অবস্থার কথা তুলে ধরে এলাকাবাসি প্রতিনিধিকে জানান, আ’লীগ সরকার উন্নয়নের সরকার, দেশে এত উন্নয়ন হওয়া সত্বেও আমারা বঞ্চিত। আমরা অবহেলীত এলাকা শোভনালী ইউনিয়নের শোভনালী ব্রীজ অভিমূখ, সহ উলেখযোগ্য স্থানে রাস্তার অবস্থা অত্যান্ত শোচনীয়। রাস্তাটির সংস্কারের বিভিন্ন বিষয়ে দপ্তরে আবেদন করে ও কোন সুফল পাওয়া যায়নি। কিন্তু বর্ষা এলে রাস্তা দিয়ে কোন ভাবে চলাচলের সম্ভব হয়না। এলাকাবাসি প্রতিনিধিকে আরও জানায়, রাস্তার অধিক অংশ জায়গায় খারাপ হওয়ায় ঠিক সেই সময় আমরা গ্রামবাসি এক হয়ে নিজেরা উদ্যোগ নিয়ে চলাচলের জন্য উপযোগী করার চেষ্টা করেছিলাম। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তা নষ্ট হয়ে গেছে। বর্তমান উলেখযোগ্য কয়েকটি জায়গায় রাস্তার কোন অস্থিত্বর্থ নেই বলে চলে। আমরা কেউ অসুখে পড়লে আমদের রাস্তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই এলাকাবাসির আকুল আবেদন সংশ্লিষ্ট বিষয়টি বিবেচনা করে রাস্তাটি সংষ্কারের জন্য আশু হস্থক্ষেপ কামনা করেছে।