গাজী খালিদ সাইফুলাহ রমজাননগর \ শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী নতুনঘেরী আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে রবিবার খেলাটি আয়োজন করেন আদিবাসী মুন্ডা সম্প্রদায় চলবে প্রায় ২ মাস। সাতক্ষীরা জেলা সহ শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এ প্রতিযোগিতায় ১০০/১৫০ শত প্রতিযোগি প্রায় ৩০০/৪০০ শত মোরগ নিয়ে অংশগ্রহণ করেন। গতকাল সকাল ১০ টায় ভেটখালী নতুনঘেরী মন্দির মাঠ সংলগ্নে মোরগ লড়াই প্রতিযোগিতাটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে উৎসব মূখর পরিবেশে সন্ধ্যায় শেষ হয়।আয়োজক কমিটির প্রধান পঞ্চানন মুন্ডা বলেন দৃষ্টিপাতকে জানান পৌষের শেষে পিঠা উৎসবের সাথে তাদের সাখরানী উৎসবের অংশ বিশেষ বহু বছর ধরে এই প্রতিযোগিতা চলমান আছে। আগামীতে আদিবাসী মুন্ডা সম্প্রদায় আয়োজন করে যাবে এটায় আশা করেন। অংশগ্রহণ কারী মিলন জানান ৩ মোরগ নিয়ে ২টিতে জয় পান। চেয়ারম্যান শেখ আল মামুন জানান, স্থানীয় আদিবাসী মুন্ডাদের আয়োজনে প্রতিবছর রবিবার এ প্রতিযোগিতা আমরা উপভোগ করি এবং বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগি ও দর্শনার্থী আগমনে অনেক ভাল লাগে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু মনোরঞ্জন মিস্ত্রি,ইউপি সদস্য রুহুল আমিন,আ’লীগ নেতা শাহিনুর আলম শাহীন, শিক্ষক । মোরগ লড়াই প্রতিযোগিতা উপভোগ করেন বিপুল সংখ্যক মানুষ।