বুড়িগোয়ালিনী প্রতিনিধি ঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর চুনা নদীর তীরে নিখোঁজের দুইদিন পর মুন্সিগঞ্জ ইউনিয়ন সোলেমান গাজীর পুত্র হালিমের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে কল বাড়ি গাজি বাড়ি নদীর চরে এলাকাবাসী একটি লাশ দেখতে পাই পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। এ সময় প্রত্যক্ষ দর্শীরা স্থানীয় ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ এর মাধ্যমে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ কে জানান। কিছুক্ষণ পরেই অফিসার ইনচার্জ নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং লাশটি ময়না তদন্তের জন্য শ্যামনগর থানায় নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা দৃষ্টিপাতকে জানান, মৃত ব্যক্তিকে দেখে অনুমান করা হচ্ছে তিনি পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রার কালিনগর (আটির উপর) গ্রামের মো. সলেমান গাজীর ছেলে মো. আব্দুল হালিম (৩০)। এ বিষয়ে নিহতের পিতা সলেমান গাজী জানান, বিগত তিন বছর ধরে তার মাথা খারাপ। ১০/১২ দিন আগে ব্লেড দিয়ে নিজের গলা নিজে কাটে। যার ফলে ১৪টা সেলাই দিতে হয়। গত ১৬ তারিখ দিবাগত রাত সে বাড়ি থেকে বেরিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে তার পাওয়া যায়নি। তবে সে কিভাবে মৃত্যুবরণ করলো সেটি আমাদের জানা নেই। মৃত ব্যক্তির স্ত্রী সহ দুই ছেলে একটি মেয়ে আছে।