পদ্মাপুকুর (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার উপকূলে পদ্মপুকুর ইউনিয়ন ও গাবুরা ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আল ইমদাদ ফাউন্ডেশনের অর্থায়নে আমান (অ্যাসোসিয়েশন ফর ম্যাচ এডভান্সমেন্ট নেটওয়ার্ক) এর সহযোগিতায় ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়ন ও ১২ নম্বর গাবুরা ইউনিয়নের ১০০ জন অসহায় বিধবা প্রতিবন্ধীদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এড. এস, এম, আতাউর রহমান। তিনি বলেন, ইতিমধ্যেই আমান (অ্যাসোসিয়েশন ফর ম্যাচ এডভান্সমেন্ট নেটওয়ার্ক) বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন। তার মধ্যে রয়েছে ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন, পানির ট্যাংক বিতরণ ইত্যাদি উন্নয়নমূলক কাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।