রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্যামনগরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিল সাধারণ শিক্ষার্থীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

এম.আসাদ শ্যামনগর ব্যুরো ॥ শ্যামনগরের সড়কে গতকাল বুধবার বেড়েছে যান চলাচল। আর যান চলাচল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্যামনগর বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড়ে দায়িত্বপালনে নেমে পড়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর পাশাপাশি চলছে রাস্তা পরিষ্কারের কাজ। শ্যামনগর উপজেলার মেইন সড়ক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা রাস্তা ঝাড়ু দিচ্ছেন, সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন। এমন কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের সাথে যোগ দেন পথচারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং একইসাথে তাদের কার্যক্রমের প্রশংসা করে বলেন তোমরা তরুণরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই গঠিত হবে আগামীর সুন্দর বাংলাদেশ। উল্লেখ্য সব কার্যক্রম শেষে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার মেধাবী কৃতি সন্তান শহীদ আসিফের স্মরণে “শহীদ আসিফ তোরণ” নামকরণ করেন যা পূর্বে চৌরাস্তা বাস স্ট্যান্ড নামে পরিচিত ছিলো। সার্বক্ষণিক নেতৃত্বে ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com