বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ২৫ অক্টোবর মুন্সিগঞ্জ উত্তর কদমতলা গ্যারেজ বাজারের পাশে একজন অজ্ঞাত/পাগল বৃদ্ধ ব্যক্তি বিকাল সাড়ে ৪ টায় মৃত্যু বরণ করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্যামনগর থানায় নিয়ে যাওয়া হয়। উক্ত মৃতদেহ সুরতহাল করেন থানার এস আই আহাদুজ্জামান, মুন্সীগঞ্জ ইউপি সদস্য হরিদাস হালদার। ঘটনা সত্যতা উল্লেখ করে বলেন এই মৃত ব্যক্তির যদি কোন ওয়ারেশ থাকে তাহলে শ্যামনগর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। যোগাযোগ শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোবাইল নং-০১৩২০-১৪২২৮৩। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, একজন অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ থানায় রাখা হয়েছে। আগামীকাল বুধবার অর্থাৎ আজ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা প্রেরণ করা হবে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।