বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুলাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কুমার মজুমদার, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, সদর ইউপি সদস্য এসকে সিরাজ সহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের ইছাক সরদারের শারীরিক প্রতিবন্ধী পুত্র আবু হাসান (২১) কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা পরিষদের পক্ষ হতে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।