রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

শ্যামনগরে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট দুইজন গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের অনলাইন জুয়া ওয়ান এক্সবেট এর মাস্টার এজেন্ট আবু বাক্কার মাসুদ ও আব্দুর রহমানকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। গত শুক্রবার বিকাল ৫ টায় নওয়াবেঁকী এলাকার ঝুড়ুবাড়ি খেলার মাঠ সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আবু বাক্কার মাসুদ নওয়াবেঁকী বাজার কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান মনির পুত্র, আর আব্দুর রহমান আটুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আখতারুজ্জামান লিটিল এর পুত্র। একটি নির্ভরশীল সূত্র জানায়, অনলাইন জুয়ায় আবু বাক্কারের মাসিক ইনকাম প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা এবং আব্দুর রহমানের মাসিক ইনকাম প্রায় ৩ থেকে লাখ টাকা। এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় এদের কঠোর শাস্তির ব্যবস্থা না করলে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে এবং এলাকার সহজ সরল মানুষগুলোকে এই ফাঁদে ফেলে তাদের নিঃস্ব করে দিচ্ছে। এর ফলে অনেকে দোকানপাট, ভিটাবাড়ি, জমিজমা ইত্যাদি বিক্রয় করে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর জানান, গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। ইতিপুর্বে চক্রের অন্যতম এক সদস্যকে উপজেলার পদ্মপুকুর থেকে গ্রেপ্তকার করে শ্যামনগর থানা পুলিশ। চক্রটি অনলাইনে জুয়ার মাধ্যমে তরুন সমাজকে বিপদগামীতার দিকে ঠেলে দিচ্ছে। এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে তিনি দ্রুত অপরাপর অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com