বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা সদর হায়বতপুর গ্রামের মৃত মোমরেজ শেখের পুত্র ও উপজেলা জাতীয় পার্টির সদস্য মোঃ জিলুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত তহশীলদার (নায়েব) শেখ নূর আলী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল শনিবার বার্ধক্য জনিত কারণে দুপুর ১ টা ১০ মিনিটে তিনি হায়বতপুরস্থ নিজস্ব বাসভবনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি ৬ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রবিবার অর্থাৎ আজ জোহর নামাজ বাদ শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, শ্যামনগর উপজেলা জাতীয় পার্টীর সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি এ্যাডঃ আজিবর রহমান, জি এম আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ হোসেন, জাহাঙ্গীর কবির লাকি, সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু সহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।