আটুলিয়া (শ্যামনগর)প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াবেঁকী বাজারে অবৈধভাবে ঘর নির্মাণ ও ছাদ ঢালাই দেয়ার প্রাক্কালে আবুজর গেফারী নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারেন নওয়াবেঁকী বাজারে ব্যবসায়ী রাজ্জাক ফকিরের পুত্র আবুজার গেফারী অবৈধভাবে একটি বিল্ডিং এর ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দলসহ উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন ঘটনাস্থলে এসে খবরের সত্যতা পান এবং তাৎক্ষণিক তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ও আলামত হিসেবে কিছু বাঁশ নিয়ে যান এবং পরবর্তীতে তার ঘর ভেঙে নেয়ার জন্য কঠোরভাবে আদেশ প্রদান করেন। এ সময় তিনি বলেন, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে অবৈধভাবে কোন নির্মাণকাজ করতে দেওয়া হবেনা। এরপর ও যদি কেউ সরকারি আইন অমান্য করে তার জন্য আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।