এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন জলাভূমিতে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বেলা ১২ টায় ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর প্রমুখ।