বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধীদের মাঝে এনএফআই কিট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ইউনিসেফ এর বাস্তবায়নে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে সিএসবি কর্তৃক উপজেলার ১০০ জন অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধীদের মাঝে এনএফআই কিট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুলাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাপড়, লাইট সহ নানা ধরনের অতি প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।