বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় অসহায় দুস্থ ও হতদরিদ্র নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদ এডপি তহবিলের আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস ও আরই আর এমপি-৩ অসহায় দুস্থ ও হতদরিদ্র নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলজিডি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৫ লক্ষ টাকা ব্যয়ের ৪৪ টি সেলাই মেশিন ৪৪ জন মহিলা কর্মীর মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম সানা, মনিরুজ্জামান মকুল, শাহিনুর ইসলাম (শাহীন) প্রমুখ।