বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার গাবুরাতে অসহায় বাঘ বিধবাদের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। গতকাল ১০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের বাস্তবায়নে ও দ্যা সাদাকা সিস্টার্সের অর্থয়ানে গাবুরা চকবারস্থ অত্র ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ে অত্র এলাকায় সুপেয় পানি সংকটে থাকা ৫০ জন বাঘ বিধবার মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুলাহ আল মাসুদ এর সভাপতিত্বে এবং হাবিবুলাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পানির ট্যাংক বিতরণ করেন ও বক্তব্য রাখেন দ্যা সাদাকা সিস্টার্স এর প্রতিষ্ঠাতা নিগাত কেয়া হক। এসময় তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান যত দিন থাকবে আমারা বাঘ বিধবা নারীদের পাশে থেকে কাজ করে যাবো। বাঘ বিধবা নারীরা জানান পানির ট্যাংক পাওয়ায় আমাদের পানির সমস্যা কিছুটা হলেও মিটবে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. জিয়াউল হক, ডাঃ নাজনীন তালুকদার, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম, ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।