এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার গাবুরা থেকে অস্ত্র, তাজা কার্তুজ সহ ১ জন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল ৩১ মার্চ শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ২ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা পাইস্যামারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি একনলা বন্দুক, ১ টি চারনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি দেশীয় দাঁ ও ১ টি রডসহ ১ জন সক্রিয় ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লিয়াকত গাজীর পুত্র আজিজুল হক (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করে থাকত। পরবর্তীতে আটককৃত অস্ত্র, কার্তুজ সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, কোস্ট গার্ড অস্ত্র ও গুলি সহ এক জন ডাকাতকে থানায় হস্তান্তর করেছে। আটককৃত ব্যক্তিকে মামলা দিয়ে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল অর্থাৎ আজ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।