বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ২৩ জুন রবিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সকাল ৭ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিভিন্ন ভাষণ প্রচার করা হয়। সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার ও সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল ও গাজী গোলাম মোস্তফা বাংলা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।