শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের করুন মৃত্যু ও গুরুতর আহত এক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার গাবুরায় আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল ২০ জুন বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুলনা কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল গ্রামের বাসিন্দা মোহাম্মাদ গাজীর পুত্র এনায়েত গাজী (৩৭) ও একই গ্রামের বাসিন্দা আল আমিনের পুত্র নাজমুল হোসেন (১১)। ঘটনা ও স্থানীয় সূত্রে জানাযায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে এসেছিলেন তারা। সেখান থেকে ৪ জন মোটরসাইকেল যোগে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রার উদ্দেশে রওনা দিলে দুপুর ১টার দিকে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়া ৩ নং এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় তারা একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নিলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই এনায়েত ও নাজমুলের মৃত্যু হয়। এছাড়া নিহত নাজমুলের নানা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে নিহতদের স্বজনেরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে। এ বিষয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, বজ্রপাতে শিশুসহ ২ জনের করুন মৃত্যু হয়েছে। আহত অবস্থায় নিহত শিশুর নানা মুছা গাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার সহ অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com