এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ জমি দখলের উদ্দেশ্যে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ধুমঘাট অন্তিখালী গ্রামের আদিবাসী মুণ্ডা পলীতে বরোরচিত হামলায় আহত নরেন্দ্রনাথ মুণ্ডার মৃত্যু হয়েছে। গতকাল ২০ আগস্ট শনিবার দুপুর ৩ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উলেখ্য, গত শুক্রবার উপজেলার ধুমঘাট অন্তিখালী গ্রামে আদিবাসী মুন্ডা পলীতে সকাল সাড়ে ৯ টায় রাশিদুল ইসলাম ও এবাদুল হোসেনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লাঠিয়াল বাহিনী আদিবাসী মুন্ডাদের দখলে থাকা বিরোধপূর্ণ ৮ বিঘা জমি দখল নিতে পরিকল্পিতভাবেই এই হামলা চালায়। এসময় হামলার সাথে জড়িতরা আদিবাসী মুন্ডাদের পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখে তাদের ভোগ দখলে থাকা জমি চাষ করে সীমানা পিলার স্থাপন করে। এক পর্যায়ে অবরুদ্ধ অবস্থা থেকে পালিয়ে গিয়ে জমি দখলে বাঁধা দেয়ার চেষ্টা করলে মুন্ডা সম্প্রদায়ের লোকজনের উপর বেপরোয়াভাবে লাঠিপেটা করে হামলার সাথে জড়িতরা। এতে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের বিলাসী মুন্ডা, রিনা মুন্ডা, সুলতা মুন্ডা ও নরেন্দ্রনাথ মুন্ডা মারাত্মক আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত নরেন্দ্র মুন্ডার অবস্থা আশঙ্কজনক হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হামলার শিকার ফনিন্দ্রনাথ মুন্ডা ২২ জন ইজাহার নামীয় ও ১৬০/১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৩৮, তারিখ-২০/০৮/২০২২। মামলার পরিপেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার বংশীপুর গ্রামের মোঃ আলমগীর গাজীর পুত্র নুর হোসেন ও নুর মোহাম্মদ, পাতড়াখোলা গ্রামের আকবর আলী গাজীর পুত্র আক্কাস আলী ও একই গ্রামের ছন্নত গাজীর পুত্র রাশিদুল গাজী। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, মুন্ডা পলীতে হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২ জন আসামিকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি ২ জন আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল রবিবার অর্থাৎ আজ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।