বিশেষ প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামীগের ২২ তম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (এম.পি) ১০ম বারের মতো সভাপতি ও জননেতা ওবায়দুল কাদের (এম.পি) ৩য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং স্বপ্নের ‘মেট্রোরেল’ উদ্বোধনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু মার্কেট থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে একটি আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মার্কেট চত্বরে এসে শেষ হয় এবং সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, আইন বিষয়ক সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, শ্রম সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, শিক্ষা ও মানব সম্পাদক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, ঈশ্বরীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, বুড়িগোয়ালিনী আ’লীগের সভাপতি অসীম কুমার জোয়াদ্দার, পদ্মাপুকুর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রফিক, রাশেদুল ইসলাম ও এস এম আতাহার শিহাব রাহুল সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।