এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত ক্রিড়া প্রতিযোগিতায় উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, বক্তব্য রাখেন ও অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জমান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, আতরজান মহিলা মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষক আশরাফুল হুদা মনির ও শিক্ষাক মোয়াজ্জেম হোসেন মিলন।