বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় গ্রামীন নারীদের বহুমাত্রিক অবদানের স্বীকৃতির দাবীতে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়েছে। গতকাল ১৫ অক্টোবর রবিবার বিকাল ৪টায় উপজেলায় নকশীকাঁথার বাস্তবায়নে নিজস্ব কার্যালয়ে বাদাবন সংঘের সহায়তায় গ্রামীন নারীদের বহুমাত্রিক অবদানের স্বীকৃতির দাবী নিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়। উক্ত দিবসে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদ এর সভাপতিত্বে ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম। এসময় তিনি গ্রামীন নারীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন নারীদের অবদানের স্বীকৃতি পাওয়া প্রয়োজন। ইতিমধ্যে সরকার বিভিন্ন দপ্তরে নারীদের বড় বড় পদে চাকুরী দিয়েছেন ও দিচ্ছেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ, উত্তরণ প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার, অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক রেহানা আরজু, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহানা আক্তার, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, রেখা রানী, সুফিয়া খাতুন প্রমুখ।