বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুনীতি দমন কমিশন সজেকা, খুলনার সহায়তায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখ্যার্জী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্তরে কবুতর ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। এসময় তিনি বলেন, পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধ শুরু করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করার কথা বলেন। তিনি সকলকে সচেতন হওয়ার কথা বলেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, থানা পুলিশ পরিদর্শক তদন্ত ফকির তাইজুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ বর্মন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্রে দেবনাথ।