বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা বাদাবন সংঘের আয়োজনে ও নকশীকাঁথার বাস্তবায়নে আন্তর্জাতিব নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্তরে মানববন্ধনে নকশীকাঁথার সভাপতি অধ্যাপিকা শাহানা হামিদ এর সভাপতিত্বে ও পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, আলহাজ্ব জি এম আকবর কবীর, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, রনজিৎ বর্মন, গাজী আল ইমরান, শেখ আফজাল হোসেন, নিপা চক্রবর্তী, রুবিনা খাতুন, লতিফা বেগম ঝর্ণা, দেলোয়ারা বেগম, প্রতিমা রানী মিস্ত্রী, নাজমা আক্তার, অষ্টমী মালো প্রমুখ।