এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলায় আবারও পরিত্যক্ত অবস্থায় ৪ পিচ রামদাও ৩৪পিচ কাঠের বাট সহ মরিচা ধরা হাসুয়া (দেশীয় অস্ত্র) উদ্ধর করেছে থানা পুলিশ। গতকাল ২২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর মোল্লা এর নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলা বাস্তহারা লীগের সভাপতি নকিপুর গ্রামের মোকছেদ আলীর পুত্র রহমত আলী’র ঘরের সামনে ও মৃত জোনাব গাজীর পুত্র বিল্লাল গাজীর পরিত্যক্ত ডোবা থেকে প্লাস্টিকের বস্তায় মুখ বাধা দেশীয় অস্ত্র উদ্ধার করেন। অস্ত্র উদ্ধারকারী এসআই আব্দুল মতিন বিশ্বাস জানান, বস্তার মুখ খুলে ৪ পিচ রামদাও ৩৪ পিচ কাঠের বাট সহ মরিচা ধরা হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ বিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লা ঘটনা সত্যতা স্বীকার করে দৈনিক দৃষ্টিপাতকে বলেন, পরিত্যক্ত অবস্থায় রামদা ও হাসুয়া উদ্ধার হয়েছে। এ বিষয় তথ্য অনুসন্ধান চলছে পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য গত ২০ এপ্রিল একই এলাকা থেকে ৩৪ পিস দেশীও অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে থানা পুলিশ।