এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ বিএনপি-জামাত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শ্যামনগর উপজেলায় স্মরণ সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন। গতকাল ১৭ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল ও গাজী গোলাম মোস্তফা, সহ সংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ অলিউর রহমান, বুড়িগালেনি ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জদ্দার, রমজাননগর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পবন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।